স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগের সেবা

পরিচ্ছন্নতা শাখা

সেবাসমূহ সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া সেবার মূল্য সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী
১. ড্রেন ও রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শকের তত্ত্বাবধানে চুক্তি ভিত্তিক নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ী বিনামূল্যে রাসত্মাঃ ১ কর্ম দিবস

ড্রেনঃ ৩ কর্ম দিবস

পরিচ্ছন্নতা পরিদর্শক
২. কঠিন আবর্জনা অপসারন কঠিন বর্জ্যঃ ৭ কর্ম দিবস
৩. কুকুর নিধন প্রয়োজনীয়তা সাপেক্ষে ও নাগরিক অভিযোগের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে এবং ৬ মাস পর পর
৪. মশক নিধন প্রয়োজনীয়তা ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে

স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা শাখা

সেবাসমূহ সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া সেবার মূল্য সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী
১. জন্ম সনদ নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল:

সঞ্চালন প্রক্রিয়াঃ

নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জমা দিতে হবে। ইপিআই কার্ড/ এস.এস.সি পাসের সনদপত্র/ ন্যাশনাল আইডি কার্ড/ পাসপোর্ট/ হাসপাতালের জন্ম সংক্রামত্ম ছাড়পত্রের কপি অথবা জন্ম তারিখ ও জন্ম স্থান নির্দেশক অন্য কোন দলিলের সত্যায়িত অনুলিপি। (যদি কোন প্রকার দলিল না থাকে তাহলে ২০০/- টাকার ষ্ট্যাম্পে হলফ নামা জমা দিতে হবে।

সরকারী বিধি মোতাবেক ৬ মাস পর্যমত্ম  ৭ দিন

৬ মাসের উর্দ্ধে হলে সরকারী অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে।

স্বাস্থ্য পরিদর্শক
২. মৃত্যু সনদ নির্ধারিত ফরমে সংশিস্নষ্ট কাউন্সিলর কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র জমা দিতে হবে। মৃত্যুর প্রমানস্বরূপ যে কোন প্রকার কাগজপত্র (যদি কোন কাগজপত্র না থাকে তাহলে মেডিক্যাল অফিসার কর্তৃক প্রত্যায়িত মৃত্যু সার্টিফিকেট জমা দিতে হবে)। সরকারী বিধি মোতাবেক ১ কর্ম দিবসে স্বাস্থ্য পরিদর্শক
৩. ইপিআই কার্যক্রম এলাকার ভিত্তিক নির্ধারিত স্থানে সেবা প্রদান বিনামূল্যে প্রতি মাসের নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে টিকাদান কর্মী
৪. পশু জবাইয়ের স্থান পরিদর্শন ও মাংসের গুনগত মান নিশ্চিতকরন কসাইখানা পরিদর্শন ও জবাইকৃত পশুর মান নিশ্চিতকরন, সিল প্রদান পশু প্রতি ২০ টাকা প্রতিদিন স্বাস্থ্য পরিদর্শক
৫. গন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ড আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন দিবসে স্বাস্থ্য পরিদর্শক