পূর্ত, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা

সেবাসমূহ সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া সেবার মূল্য সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী
১. ভূমির সীমানা নির্ধারন ও প্রদান আবেদনকারী কর্তৃক মেয়র বরাবর আবেদনপত্র দাখিল।

সঞ্চালন প্রক্রিয়াঃ

২,০০০/- ১ মাস সার্ভেয়ার
২. স্যানিটেশন প্রয়োজনীয়তার ভিত্তিতে বিনামূল্যে ৭ দিন থেকে ৬ মাসের মধ্যে বসিত্ম উন্নয়ন কর্মকর্তা
৩. ইমারতের নক্সা অনুমোদন আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল।

সঞ্চালন প্রক্রিয়াঃ

নির্ধারিত ফরম মূল্য- ১তলা ১,০০০/- টাকা, ২ থেকে ৫ তলা ৩,০০০/- টাকা, ৬ তলা থেকে তদুর্ধ ৫,০০০/- টাকা।

 

নির্ধারিত হারে

 

 

 

 

 

 

 

৩০ কর্ম দিবস

 

 

 

 

 

 

সার্ভেয়ার

 

৪. অনাপত্তির সনদ নির্ধারিত ফি ৫,০০০/- টাকা
৫. রাসত্মা কর্তনের অনুমতি (গ্যাস/পানি লাইন ইত্যাদি নেওয়ার জন্য) আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল।

সঞ্চালন প্রক্রিয়াঃ

নির্ধারিত হারে ১৫ কর্ম দিবস কার্য সহকারী
৬. রোড রোলার ও বুল ডোজার ভাড়া প্রদান দিন প্রতি

ক) ৬-৮ টন

খ) ২-৪ টন

গ) বুল ডোজার (ছোট)

(ঘ) বুল ডোজার (বড়)

আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দালিখ।

সঞ্চালন প্রক্রিয়াঃ

নির্ধারিত হারে ১ কর্ম দিবস উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
৭. সড়ক-বাতি আবেদনকারী কর্তৃক নির্ধারিত ফরমে মেয়র বরাবর আবেদনপত্র দাখিল।

সঞ্চালন প্রক্রিয়াঃ

বিনা মূল্যে ৩ কর্ম দিবস উপ-সহকারী প্রকৌশলী (বিদুৎ)