পারিবারিক আদালতের সেবা

ক্রমিক নং সেবাসমূহ সেবার মূল্য সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
ভূমি সংক্রামত্ম জটিলতা নিষ্পতিকরণ আবেদন। টাঃ ৫০/- ক) বিচারাধীন কেস ৩(তিন) থেকে ৪(চার) কার্য-দিবসে নিষ্পত্তি করা হয়ে থাকে। কিন্তু পক্ষদ্বয়ের সম্মতিক্রমে কালক্ষেপন হয়। কেস নিষ্পত্তি করা হয় সালিসি বোর্ডের মাধ্যমে। গঠিত বোর্ড এর সদস্য উভয় পক্ষের ১জন করে প্রতিনিধি ও সংশিস্নষ্ট ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরের সমন্বয়ে।

খ) সঞ্চালন প্রক্রিয়াঃ

আবেদনকারী  → মেয়র সালিসি বোর্ড (সালিশি আদালতের

সহকারী)  →   সচিব   →   মেয়র (সালিসি বোর্ড-এর প্রধান)/ দায়িত্ব প্রাপ্ত বিচারক   →  সালিসি আদালতের সহকারী   →  মেয়র (সালিসি বোর্ড-এর প্রধান)/ দায়িত্ব প্রাপ্ত বিচারক  →  সালিসি  → আদালতের সহকারী    

   →   আবেদনকারী

সালিসি আদালতের সহকারী
কোর্ট হতে আগত বিবিধ কেস বিনামূল্যে
খারিজ হওয়া কেস পুনরায় চালু করা বিনামূল্যে
কেস এর নকল/অনুলিপি প্রদান বিনামূল্যে
স্ত্রীর জীবদ্দশায় ২য় বিবাহের অনুমতির কেস

স্ত্রীর জীবদ্দশায় ৩য় বিবাহের অনুমতির কেস

স্ত্রীর জীবদ্দশায় ৪র্থ বিবাহের অনুমতির কেস

টাঃ ৩০০/-

 

টাঃ ৫,০০০/-

 

টাঃ ১০,০০০/-

স্ত্রী পাগল/অক্ষম হলে ২য় বিবাহের ক্ষেত্রে ১ম স্ত্রীর অনুমতি ক্রমে আবেদন বিনামূল্যে
ঋন সংক্রামত্ম জটিলতা (৭৫০০০/- টাকার মধ্যে) নিষ্পতিকরণ আবেদন। টাঃ ৫০/-
পারিবারিক কলহ, তালাক, শারিরীক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌতুক সংক্রান্ত নিষ্পতিকরণ আবেদন। টাঃ ৫০/-